কিভাবে মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করা যায়

কিভাবে মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করা যায়?


অনেকেই প্রশ্ন করে থাকেন  যে, মোবাইল দিয়ে কি অনলাইনে ইনকাম সম্ভব?  এর উত্তরটি হচ্ছে হ্যাঁ, মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব।  তাই আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে অনলাইন থেকে ইনকাম করার কিছু পদ্ধতি বলে দেব।

 

ইউটিউবে বা গুগলে যদি সার্চ করা হয় তাহলে এই বিষয় নিয়ে অনেক ভিডিও বা রেজাল্ট পাওয়া যাবে।  এমন অনেক ধরনের ভিডিও আছে যে ভিডিওর থামনেল এ বলা থাকে ক্লিক করে ইনকাম করুন, একদিনে ইনকাম করুন ১০০০ ডলার।  আসলে এই  ভিডিও গুলোতে দেখানো কাজগুলো করে কখনোই ইনকাম করা সম্ভব হয় না।  হয়তোবা ইনকাম করা যায় তবে সেইটা খুব সামান্য সময়ের জন্য বা খুব অল্প  পরিমাণ একটা অর্থ আপনি এইখান থেকে আয় করতে পারবেন।

 

যত দিন যাচ্ছে তত বেশি মানুষ অনলাইন ইনকাম এই বিষয়টির  উপর কাজ করছে।  আর আপনি যদি যে কোন একটি বিষয়ে দক্ষ হয়ে থাকেন। তাহলে আপনি খুব সহজেই অনলাইন থেকে ইনকাম করতে পারেন। এই কারণে অনলাইন ইনকাম এর ক্ষেত্রে আগের চেয়ে বর্তমানে কিছুটা প্রতিযোগিতা বেশি হয়েছে।

 

এই প্রতিযোগিতার মধ্যে যদি আপনি ধৈর্য এবং আপনার সবটুকু দিয়ে চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোনটি দিয়ে। অনেকেই বলে মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব না। তবে এটি সম্পূর্ণ ভুল আপনি চাইলে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়েই অনেক টাকা ইনকাম করতে পারবেন।

 

তাই আজ আমি আপনাদেরকে এমন ইনকামের পদ্ধতি বলে দেবো যেইগুলা আপনি চাইলে আপনার মোবাইল ফোনটি দিয়ে লাইফটাইম করতে পারেন।

 

কিভাবে মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করা যায়


১। ব্লগিং করে টাকা আয়

ব্লগিং হচ্ছে মূলত লেখালেখি করা।  আমরা আমাদের ওয়েবসাইটে লেখালেখি করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। অনেকেই ব্লগিং করে মাস শেষে ভালো একটা পরিমাণ অর্থ আয় করতেছে।  ব্লগিং জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে, আপনি চাইলে আপনার অবসর সময় তাকে কাজে লাগিয়ে এই কাজটি করতে পারেন।

 

শিক্ষার্থী থেকে শুরু করে সকলেই এই কাজটি করতে পারেন। আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন বা  আপনার যদি লেখালিখি করতে ভালো লাগে। তাহলে আপনিও ব্লগিং করে মাসশেষে ভালো একটা অর্থ আয় করতে পারবেন।

 

এখন প্রশ্ন হচ্ছে আপনি কি মোবাইল দিয়ে ব্লগিং করতে পারবেন।   এর উত্তরটি হচ্ছে হ্যাঁ।  আপনি চাইলেই আপনার মোবাইল ফোনটি দিয়েই একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে নিয়মিত আর্টিকেল দিয়ে ইনকাম করতে পারেন।

 

কিভাবে মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করা যায়


২। নিজের তোলা ছবি বিক্রি করে ইনকাম

আপনি চাইলে আপনার তোলা ছবি বিক্রি করেও অনলাইন থেকে আয় করতে পারবেন।  এর মাধ্যমে আপনি অনায়াসে পরিশ্রম ছাড়াই আয় করতে পারবেন।  আপনি যদি ভালো ছবি তুলতে পারেন আপনি যদি ছবি তুলতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এই কাজটি আপনার জন্য।

 

এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ছবি বিক্রি করব?  ছবি বিক্রি করার জন্য অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। আমরা চাইলেই সেই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে, আমাদের তোলা ছবি  ক্যাটাগরি অনুসারে  আপলোড করতে পারি।  সেইখান থেকে কেউ যদি আমাদের তোলা ছবিটিকে পছন্দ করে থাকে। তাহলে সে টাকা দিয়ে সেই ছবিটি কিনে নিবে।  এই ভাবেই আপনি চাইলে আপনার তোলা ছবিটি কে বিক্রি করে ভালো পরিমাণ একটা অর্থ ইনকাম করতে পারবেন।

 

আপনার সুবিধার্থে নিচে কিছু ছবি বিক্রয় করার ওয়েবসাইট এর লিস্ট দেওয়া হলঃ

 

১। Alamy

২। Pixieset

৩। Shutterstock

৪। Stocksy

৫। iStock

৬। 500px


কিভাবে মোবাইল দিয়ে অনলাইন ইনকাম করা যায়



৩। ইউটিউবে ভিডিও বানিয়ে টাকা আয়


আশা করি আমরা মোটামুটি সবাই ইউটিউব এর সঙ্গে পরিচিত। ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম।  আমরা যে কোন বিষয়ে জানতে চাইলে ইউটিউবে যেয়ে সেটা সার্চ দেই এবং সেই বিষয়ে আমরা অনেক ভিডিও পেয়ে থাকি। এই ভিডিও বানিয়ে আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি।  এই বিষয়টা নতুন কিছু না, হয়ত আপনিও এ বিষয়ে সম্পর্কে জানেন।

 

প্রায় বেশিরভাগ ইউটিউবার তাদের ইউটিউবিং শুরু করে তার হাতের মোবাইলটি দিয়ে ।  হাতের মোবাইলটি দিয়ে ভিডিও বানাতে বানাতে একসময় সফলতার মুখ দেখতে পায়।  তাই আপনিও চাইলে ইউটিউবে ভিডিও বানিয়ে  ইউটিউব থেকে মাস শেষে ভালো একটা পরিমাণ অর্থ আয় করতে পারেন।


 আরো পড়ুনঃ ইউটিউব টিপস এবং ট্রিক্স । ইউটিউবে সফল হওয়ার উপায়


এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, আমারতো ভালো কোন মাইক্রোফোন নেই বা আমার ফোনের ক্যামেরা অতটা ভালো না  সে ক্ষেত্রে আমার কি ইউটিউবে আসা ঠিক হবে?  এটার উত্তর হচ্ছে, হ্যাঁ ঠিক হবে।  আপনি যদি চান ইউটিউবে আপনার মুখ না দেখেও ভিডিও আপলোড করতে পারেন। শুধুমাত্র আপনার কথা রেকর্ড করে ভিডিও আপলোড করতে পারেন।  আর শুরুর দিকে কোন ইউটিউবারই প্রফেশনাল মাইক্রোফোন ইউজ করেনা। তাই আপনিও চাইলে আপনার হাতের স্মার্টফোনের ভয়েস রেকর্ডার ইউজ করে ইউটিউবের জন্য ভিডিও বানাতে পারেন।

 

মূলত এই তিনটি পদ্ধতিতে আপনি আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে অনলাইন ইনকাম করতে পারেন। এই পদ্ধতিতে আপনি লাইফ টাইম এর জন্য ইনকাম করতে পারেন আপনি যদি একবার সফল হতে পারেন তাহলে আপনাকে আর পেছনে ঘুরে তাকাতে হবে না।  সবকিছুর মূলে হচ্ছে চেষ্টা।  চেষ্টা করলে সবই সম্ভব।

 

আজ এই পর্যন্তই এতক্ষণ ধরে পড়ার জন্য ধন্যবাদ।