ইউটিউব টিপস এবং ট্রিক্স ইউটিউবে সফল হওয়ার উপায়


ইউটিউব টিপস এবং ট্রিক্স । ইউটিউবে সফল হওয়ার উপায়

বর্তমান সময়ে ইউটিউব কিন্তু বেশ জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম। আর কিভাবে ইউটিউবে সফল হওয়া যায় ?” এ প্রশ্নটা কমবেশি আমাদের সবার মনে আছে। তাই আজকে আমি আপনাদেরকে এমন কিছু ইউটিউব টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনিও ইউটিউবে সফল হতে পারবেন।  তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয়


আমরা সবাই জানি এই যে ইউটিউবে একটা ভিডিও শেয়ারিং প্লাটফর্ম এইখানে  কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও আপলোড করে থাকে আর কিছু কিছু এড কোম্পানি তাদের অ্যাড ইউটিউব এ দেখানোর জন্য টাকা দিয়ে থাকে।


সেই টাকার কিছু অংশ ইউটিউব রাখে এবং বাকি অংশ আমাদের মত কনটেন্ট ক্রিয়েটরদেরক সাথে শেয়ার করে। এই ভাবেই ইউটিউব থেকে ইনকাম হয়। তাছাড়া আপনার চ্যানেলে যখন মোটামুটি ভালো সাবস্ক্রাইবার এবং ভালো ভিউজ থাকবে তখন বিভিন্ন স্পনসর্শিপ এর মাধ্যমেও ইনকাম করা যায়। এই ভিডিও টি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেনঃ





ইউটিউবে সফল হওয়ার উপায়


এখন কথা বলি মূল বিষয়টি নিয়ে যে কিভাবে ইউটিউবে সফল হওয়া যায়। আমরা অনেকেই জানি যে ইউটিউব থেকে ইনকাম শুরু করার জন্য আমাদের চ্যানেলে মিনিমাম ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম বিগত এক বছরের মধ্যে থাকতে হবে। 


এখন প্রশ্ন হচ্ছে এই ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে আমাদের কতদিন সময় লাগতে পারে,  এইটা সম্পূর্ণভাবে নির্ভর করবে যে  আপনার ভিডিওর কোয়ালিটি কেমন আপনি যদি ভালো ভিডিও বানান বা  আপনার ভিডিওর মাধ্যমে যদি আপনি  অন্যদের তুলনায় ভালো ভাবে উপস্থাপন করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে।


ইউটিউব এ সফলতাটা নির্ভর করে আপনার সময় দেওয়ার উপর।  অর্থাৎ আপনি ইউটিউবে কতটা সময় দিচ্ছেন, আপনি যখন ইউটিউবে ভালো সময় দিবেন ইউটিউবে ভিডিও আপলোড দিবেন তখন ইউটিউব অটোমেটিক আপনার ভিডিওগুলোকে বুস্ট করতে থাকবে এবং একসময় আপনার চ্যানেলে ভালো ভিউজ পাবেন।


আপনি যদি ভাল কনটেন্টের ভিডিও আপলোড করেন বা আপনার ভিডিওতে যদি বোঝানো ধরন, ভিডিওর সাউন্ড কোয়ালিটি এই বিষয়গুলো যদি খুব ভালো হয় তাহলে দেখা যাবে আপনি খুব কম সময়ে উপরে উঠে যাবেন।


আবার অনেকে আছে যারা শুরুতে ক্যামেরার সামনে ভালোমতো কথা বলতে পারেনা। আবার তাদের সাউন্ড কোয়ালিটি ও প্রফেশনাল হয় না। সে ক্ষেত্রে তাদের উপরে উঠতে কিছুটা সময় লাগে, ইউটিউব এর পিছনে কিছুটা সময় দিতে হয়। কিন্তু দিন শেষে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন।


অনেক নিচু লেভেল থেকে এসেও এখন অনেক বড় ইউটিউবার হয়ে মাসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে এমন উদাহরণ অনেক দেওয়া যায়। আসলে দিনশেষে আপনার যদি দৃঢ় ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি সফল হবেনই।


দৃঢ় ইচ্ছা এবং ধৈর্যই হচ্ছে ইউটিউবে সফল হওয়ার মূলমন্ত্র। এই দুইটি জিনিস যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনিও অবশ্যই ইউটিউবে সফল হতে পারবেন।


আর আপনি যখন ইউটিউবিং শুরু করবেন তখন অবশ্যই ইউটিউব কমিউনিটি গাইডলাইন এর নিয়ম গুলো পড়ে নিবেন। আমরা অনেকেই এই নিয়মগুলো না পড়েই নিয়মগুলো সম্পর্কে না জেনে অনেক ভুল করে ফেলি।


সেই ভুলগুলোর কারণে  আমরা ইউটিউবে সফল হতে পারি না, তাছাড়া দেখা যায় আমরা ইউটিউবে সফল হলেও আমাদের ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যায় বা  ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তাই  ইউটিউবিং করার পূর্বে নিয়মগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন। এইটা অনেক গুরুত্বপূর্ণ।



ইউটিউব টিপস এবং ট্রিক্স ইউটিউবে সফল হওয়ার উপায়




নিচে ইউটিউবে এগিয়ে যাওয়ার কিছু উপায় তুলে ধরা হলোঃ

১। ইউটিউব চ্যানেলের নিশ বা টপিক সিলেকশন


ইউটিউবে আসার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কোন বিষয়ে ভিডিও দিবেন এইটা আগে থেকেই নির্ধারণ করে রাখা উচিত।  এবং অবশ্যই আপনাকে ভালো টপিকে বিষয়ে ভিডিও দিতে হবে। 


আপনি এমন টপিক নির্ধারণ করবেন যেই টপিকে আপনি ভাল জানেন আপনার জানার ইচ্ছা আছে।  এখন আপনি যদি এমন টপিক নির্ধারণ করেন যে টপিক নিয়ে আপনি তেমন ভাল কিছু জানেন না আবার জানার ইচ্ছা ও নাই, সেক্ষেত্রে আপনি সেই বিষয়টি নিয়ে ইউটিউবে ভালো ভিডিও দিতে পারবেন না বা ভিডিওর মাধ্যমে ভালো ইনফরমেশন দিতে পারবেন না।


আপনার চ্যানেলের টপিকের সঙ্গে রিলেটেড না এমন কোন ভিডিও আপলোড করবেন না এতে আপনার চ্যানেল এর উপর একটা খারাপ প্রভাব পড়ে। 


২। কোয়ালিটি কন্টেন্ট দেওয়া


আপনাকে অবশ্যই ভাল কনটেন্ট আপলোড করতে হবে। আপনি সহজ ভাবে যেকোন বিষয়ে আপনার ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন। যাতে যারা আপনার ভিডিওটা দেখবে তারা যেন খুব সহজে সেই বিষয়টা বুঝতে পারে। আপনি এমন ভিডিও তৈরি করবেন যেন মানুষ আপনার ভিডিও আরো দেখার জন্য আপনার চ্যানেলটা কে সাবস্ক্রাইব করে। 


অর্থাৎ আপনি যত ভাল কনটেন্ট আপলোড করবেন, ইউটিউব চ্যানেলে ততো ভালো ভিউজ বা সাবস্ক্রাইবার পাবেন। আমাদের অনেকের মধ্যেই বোঝানোর সেই ক্ষমতাটা নাই তবে এতে হতাশ হওয়ার কিছু নাই। আপনি ইউটিউব এ রেগুলার ভিডিও আপলোড করেন দেখবেন, রেগুলার ভিডিও আপলোড করতে করতে আপনার সেই অভিজ্ঞতাটা হয়ে গেছে।


আপনি যখন ভিডিও বানাতেন তখন কথা বলার মাঝখানে আটকে যেতো বা কোন একটা সহজ জিনিস বোঝাতে পারতেন না। একসময় দেখবেন সেই জিনিসটা আর আপনার সাথে হচ্ছেনা তাই আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ভাল ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে।


৩। আকর্ষণীয় শিরোনাম ও থাম্বনেইল যুক্ত করা


আকর্ষণীয় ভিডিও থাম্বনেইল এবং শিরোনাম দর্শকদেরকে আকৃষ্ট করে আপনার ভিডিওর উপর ক্লিক করতে।  তাই আপনার ভিডিওর থাম্বনেইল বা শিরোনাম যত আকর্ষণীয় হবে আপনার ভিডিওতে ততবেশি মানুষ ক্লিক করবে। তাই বলে আপনার ভিডিওর সঙ্গে রিলেটেড না এমন কোন থামনেল ইউজ করবেন না।


৪। নিয়মিত ভিডিও আপলোড করা


আপনি যদি ইউটিউবে সফল হতে চান বা ইউটিউব এর মাধ্যমে ভালো ভিউজ আনতে চান। তাহলে আপনাকে অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। 


নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তার মানে এইটা নয় যে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। আপনি চাইলে একটা রুটিন করতে পারেন সেই রুটিন অনুযায়ী আপনি ভিডিও আপলোড করবেন। ধরেন আপনি নির্ধারণ করলেন যে প্রত্যেক শনিবার ভিডিও আপলোড করবেন,  তাহলে প্রত্যেক শনিবারই ভিডিও আপলোড করবেন কখনো লেট করবেন না। 


নিয়মিত ভিডিও আপলোড করলে ইউটিউব এর অ্যালগরিদম এইটা মনে করে যে আপনি ইউটিউব কে নিয়ে সিরিয়াস এবং আপনি ইউটিউব এ কাজ করতে আগ্রহী যেটা অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের জন্য ভালো হবে। তাই চেষ্টা করবেন সবসময় নিয়মিত ভিডিও আপলোড করার।



ইউটিউব টিপস এবং ট্রিক্স ইউটিউবে সফল হওয়ার উপায়



৫। ধৈর্য এবং ভালোলাগার সাথে ভিডিও আপলোড করে যাওয়া


ইউটিউবে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে এবং ভালোলাগার সাথে ভিডিও আপলোড করতে হবে।


অনেকেই দেখা যায় কিছুদিন ভিডিও আপলোড করে আশা হারিয়ে ফেলে এবং শেষপর্যন্ত ইউটিউবিং ছেড়ে দেয়। এমনটা করলে কিন্তু হবে না আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আপনি যদি আপনার ধৈর্য ধরে এবং সময় দিয়ে কাজ করে যান অবশ্যই আপনি ইউটিউবে সফল হবেন। যত বড় বড় সফল ইউটিউবার আছেন তারা এই একই কথাটাই বলে থাকেন।

এই ছিল ইউটিউবে সফল হওয়ার কিছু টিপস এবং ট্রিকস। আশা করছি এগুলো ফলো করলে আপনিও ইউটিউবে সফল হতে পারবেন। আজকে এই পর্যন্তই। শেষে একটাই কথা বলতে চাই ধৈর্য্য ধরে কাজ করে যান সফলতা আসবেই।